নিজস্ব প্রতিবেদক
জুন ০২, ২০২০
০২:৫৩ অপরাহ্ন
আপডেট : জুন ০২, ২০২০
০৫:১১ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ চলছে। সংঘর্ষ থামাতে টিয়ারশেল নিক্ষেপ করেছে র্যাব।
জানা যায়, শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধের জের ধরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে মঙ্গলবার (২ জুন) বিকেলে এ সংঘর্ষ শুরু হয়।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে তহবিলের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগরের বাবনা পয়েন্টে শ্রমিকদের একটি পক্ষ সকাল থেকে বিক্ষোভ করে আসছিলো। পরে বিকেলে বাস টার্মিনাল এলাকায় সেলিম সমর্থিত পক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। দুইপক্ষই লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমন ও ভাংচুর করে। এসময় ফলিকের অফিস থেকে তার ছেলে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়েন বলে অভিযোগ করেন শ্রমিকরা।
সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া বেশকয়েকটি গাড়ি ও কয়েকটি অফিসে ভাঙচুর করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন, সংঘর্ষ এখনও চলছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। সংঘর্ষ থেমেছে, তবে হতাহতের বিষয়ে এখনও কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
এনসি/আরসি-১০