কানাইঘাটে করোনায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি


জুন ০২, ২০২০
০৩:১৭ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২০
০৩:২০ অপরাহ্ন



কানাইঘাটে করোনায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

কানাইঘাটে করোনাভাইরাসে প্রথম মৃত ব্যক্তির নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের ছোটফৌদ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। 

জানাজার নামাজের ইমামতি করেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির। তার নেতৃত্বে জানাজা ও দাফন কাফনে ৮ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। মৃত ব্যক্তির নাম তৈয়ব আলী (৭৫)। তিনি উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের বাসিন্দা।

গত ২৮ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার (২ জুন) ভোর ৫টায় ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, কানাইঘাটে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ১ জন। এই প্রথম করোনায় আক্রান্ত কোনো রোগী মারা গেলেন।

 

এমআর/আরসি-০৭