অসহায় ও মধ্যবিত্ত পরিবারের পাশে সৈয়দ রাজন

নিজস্ব প্রতিবেদক


জুন ০২, ২০২০
০৪:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২০
০৪:৫৮ অপরাহ্ন



অসহায় ও মধ্যবিত্ত পরিবারের পাশে সৈয়দ রাজন

করোনাভাইরাসের কারণে গৃহবন্ধি থাকা অসহায়, দিনমজুর মানুষেরপাশে দাঁড়িয়েছেন সৈয়দ রাজনসহ কয়েকজন। খুঁজে খুঁজে বের করে অসহায়, দিনমজুর ও অসহায় মানুষকে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। চলমান বৈশ্বিক করোনা মহামারীতে সিলেটের নিম্নবিত্তদের পাশাপাশি মধ্যবিত্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি । 

জানা যায়, সিলেট জেলা লকডাউনের আগে থেকে নগরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধক সামগ্রী মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ বিতরণ করা হয়েছে । তাছাড়া রাতের আধারে আবার কখনো দিনের বেলা মানুষদের খাবার, অসুস্থদের ওষুধ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই তরুণরা । শুধু তাই নয় শুরুতে হযরত শাহজালাল দরগাহ এলাকায় অটোরিকশা চালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন রাজন। সৈয়দ রাজন আহমদ শাহজালাল যুব কল্যাণের সভাপতির দায়িত্ব পালন করেছেন । এছাড়াও তিনি সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর সহসাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন । 

সৈয়দ রাজন বলেন , করোনাতে দেশে লকডাউন শুরু হওয়ার পর অনেকেই সহযোগিতা করেছেন নিম্ন আয়ের অসহায় মানুষদের। কিন্তু এদের প্রয়োজনটা অনেক বেশি। তাই আমি এই সময়টায় আমি এবং আমার গ্রুপের অন্যরা সাধ্যমতো মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। 

তিনি বলেন, আমার মুক্তিযুদ্ধ দেখিনি তবে করোনা-যুদ্ধে যুবকদের বেশি সহযোগীতা প্রয়োজন। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আমাদের সিলেটে কোনো মানুষ অনাহারে মারা যাবে না । 

আমাদের যার যার সাধ্যমতো নিজের অবস্থান থেকে আশপাশের মানুষগুলোকে সাহায্য সহযোগীতা করলে কেউ না খেয়ে থাকবে না। আমি আমার নিজের অবস্থান থেকে চেষ্টা করবো প্রতিদিনই ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে অসহায় পরিবারের মানুষদের মুখে হাসি ফোটাতে, বলেন রাজন।

বিএ-২২