পরিধি বাড়ছে সিলেটের ভার্চুয়াল কোর্টের

নিজস্ব প্রতিবেদক


জুন ০২, ২০২০
০৭:৫৪ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২০
০৮:১০ অপরাহ্ন



পরিধি বাড়ছে সিলেটের ভার্চুয়াল কোর্টের

হাইকোর্টের নির্দেশনার পর আগামীকাল বৃহস্পতিবার (৩জুন) থেকে সিলেটে বর্ধিত পরিসরে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হচ্ছে। অতীব জরুরি দেওয়ানি ও ফৌজদারি ফাইলিং নিয়ে সংশ্লিষ্ট আদালতে মামলা করা যাবে। যদিও ভার্চুয়াল কোর্টে মামলা দায়েরের জন্য আবেদন করতে হবে আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে। 

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.টি.এম ফয়েজ উদ্দিন সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অতীব জরুরি যে সকল মামলা রয়েছে সেগুলো এখন থেকে ভার্চুয়াল কোর্টে দায়ের করতে পারবেন। তবে আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে মামলা দায়েরের জন্য আবেদন করতে হবে। আদালত যদি মনে করেন এটা অতীব জরুরি তবে শুনানীর জন্য একটি তারিখ ও সময় দেবেন। ওই সময় শুনানির জন্য কাউকে আদালতে হাজির হতে হবে না। অনলাইনের মাধ্যমেই হাজিরা দেওয়া যাবে। আদালত প্রয়োজন করলে আদালতের কার্যক্রম স্বাভাবিক হলে ২০০ ধারায় জবানবন্দি নেবেন। তবে এফিডেভিটের সময় সেরেস্তাদারদের কক্ষে স্বাস্থ্যবিধি মেনে তা করেতে পারবেন।

অতীব জরুরি মামলার বিষয়ে জানতে চাইলে এ.টি.এম ফয়েজ উদ্দিন বলেন, ‘কিছু মামলা আছে যা থানা গ্রহণ করে না। সে মামলা আদালতে করতে হয়। আবার মামলা করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। নির্দিষ্ট সময়ের পরে আর মামলা গ্রহণ করা হয় না। চেক ডিজওনারসহ বিভিন্ন অভিযোগের মামলা অতীব জরুরির অন্তর্ভূক্ত। অতীব জরুরি ভিত্তিতে মামলা এখন থেকে সিলেটের আদালতে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করা যাবে। শুরুতে যে সুযোগ ছিল না।’

আরসি/এনপি-১২