নিজস্ব প্রতিবেদক
জুন ০৩, ২০২০
০৮:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২০
০৮:২১ পূর্বাহ্ন
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছেন পরিবহন শ্রমিকদের দুটি পক্ষ। আজ মঙ্গলবার (২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে ফের এই সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে কেন্দ্র করেই মূলত এ সংঘর্ষ। মঙ্গলবার বিকেলে প্রথম দফার সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছিলেন। এ দফায় সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, প্রথমদফা সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক ছিল। আকষ্মিকভাবে ফের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ প্রায় ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উভয়পক্ষকে টার্মিনাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, দুই পক্ষের বিরোধ মেটাতে আগামীকাল বুধবার (৩ জুন) বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।
আরসি/এনপি-১৪