নিজস্ব প্রতিবেদক
জুন ০২, ২০২০
০৯:৫২ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২০
০৯:৪৪ পূর্বাহ্ন
সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ। এসময় স্থানীয়দের গণপিটুনিতে দুই ছিনতাকারি আহত হয়েছেন। ছিনতাইয়ের শিকার হওয়া আশরাফ উদ্দিন মামুন (৩০) ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২জুন) রাত পৌণে ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারিদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা থেকে একটি বড় দা, ছুরি ও ওষুধের বাক্স উদ্ধার করে পুলিশ। হয়েছে। আটককৃতরা হলো অয়ন মজুমদার (২৬) রিয়াজুল ইসলাম (২৫)।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার জ্যেষ্ঠ সহকারী কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এই পুলিশ কর্মকর্তা জানান, তালতলা থেকে লামাবাজার হয়ে সিএনজি চালিত অটো রিকসা করে একজন আসছিলেন। অটো রিকসাতে বসা ছিনতাইকারিরা তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিতে যায়। কিন্তু জোর করে ধরে থাকায় তাকে ফেলতে পারেনি। তিনি বাধা দিলে তারা তাকে ছুরি দিয়ে শরীরে আঘাত করে। ফলে তিনি সিএনজি থেকে পড়ে যান। এসময় তার চিৎকারে লোকজন জড়ো হয়ে দ্রুত গতিতে ছুটে পালিয়ে যাওয়া অটো রিকসাটিকে ধাওয়া করেন। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি উল্টে যায়।
তিনি আরও জানান, এসময় এক পুলিশ সদস্য এ পথ দিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের সহায়তায় তিনি তাদেরকে আটক করেন। এসময় স্থানীয়রা মিলে তাদের গণপিটিুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারিদের তাদের হেফাজতে নিয়ে যায়।
এই ঘটনায় অভিযোগ করেছেন ছিনতাইয়ের শিকার হওয়া আশরাফ উদ্দিন মামুন। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন সরকার।
তিনি বলেন, ছিনতাইয়ের শিকার হওয়া মামুন এই অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে। আজ রাতের মধ্যে মামলা দায়ের হবে।
এই বিষয়ে তিনি আরও বলেন, ছিনতাইকারিরা জোরপূর্বক মামুনকে মহাজনপট্টি এলাকা থেকে সিএনজিতে তোলে। এসময় তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা করেছে বলে জানা গেছে।
আরসি/বিএ-২৪