জৈন্তাপুর প্রতিনিধি
জুন ০২, ২০২০
১১:৪১ অপরাহ্ন
আপডেট : জুন ০২, ২০২০
১১:৪৬ অপরাহ্ন
জৈন্তাপুরে নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।
করোনার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় এ ৫ জনের মধ্যে সিলেট নগরের ১৫১/এ মিরাপড়ারও একজন রয়েছেন।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সদরের এই ব্যক্তি সিলেটে দীর্ঘ লাইনে পড়ে নমুনা জমা দিতে না পারায় আত্মীয়দের সহযেগিতায় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান। অন্য আক্রান্তরা হলেন মারা যাওয়া জৈন্তাপুর ইউপি সচিব আবুল হোসেনের ছোট ভাইয়ের স্ত্রী, সচিবের ভাতিজি, নিজপাট মাস্তিংহাটি গ্রামের একজন এবং দরবস্ত ইউনিয়ের সরুফৌদ গ্রামের একজন।
এ নিয়ে জৈন্তাপুর উপজেলায় সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৩০ জন। তাদের মধ্যে ১ জন মারা গেছেন, ১ জন সুস্থ হয়ে বাড়ীতে অবস্থান করছেন। ২জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ শ্যাষা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকীরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
আরকেএস/বিএ-০৪