প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক


জুন ০৩, ২০২০
০৯:৫০ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২০
১২:৪০ অপরাহ্ন



প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মেয়র আরিফ

করোনাভাইরাসের মাত্রা সিলেটে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক আগেই একবার ঘোষণা দিয়েছিলেন সিলেটের দায়িত্ব তার নিজের কাঁধেই। আমি মনে করি তিনি সিলেটের বিষয়ে যথেষ্ট আন্তরিক। সিলেটে অস্বাভাবিক হারে যেভাবে করোনা ছড়িয়ে পড়েছে, এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতা ছাড়া আমরা একটি কঠিন অবস্থায় আছি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক অনলাইন টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এসময় তিনি সিলেটের সর্বস্তরের মানুষকে করোনাকে নিয়ে গুজব না ছড়িয়ে ‘সিরিয়াসলি’ নেওয়ার অনুরোধ জানান। সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান সবাইকে। প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করে মেয়র আরিফ বলেন, সিলেটকে কখন কে বা কারা রেড জোন করে, আবার বা ইয়েলো জোন করে তা আমাদের জানা নেই।  এই বিষয়ে সিলেট থেকে কি তথ্য যাচ্ছে তাও আমার জানা নেই। তবে যে হারে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে, তাতে করে আমি নিজেও শঙ্কিত। আমার আর চাওয়ার মতো কোনো জায়গা নেই। এখানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। সিলেটকে করোনাভাইরাসের প্রভাব প্রতিরোধ করতে আমি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করি।   

নগরবাসীকে সচেতন হওয়ার জন্য ভিক্ষা চেয়ে বলেন, করোনাকে হালকাভাবে নেওয়ার মতো কোনো বিষয় না। এটা মরণব্যাধি একটা ভাইরাস। তাই সবাইকে অনুরোধ করছি স্বাস্থ্যবিধি মেনে চলার। এখনও সময় আছে, নগরবাসী সচেতন হলেই করোনাকে প্রতিরোধ করা সম্ভব হবে।

আরসি/বিএ-০৫