শামসুদ্দিনে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুন ০৩, ২০২০
১০:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন



শামসুদ্দিনে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিট থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন সিলেটের সওদাগরটিলার আব্দুস সালাম (৬৫) ও অন্যজন সুনামগঞ্জের ছাতকের শংকর দেব (৬৫)

এনসি/বিএ-১০