সিলেটে করোনা আক্রান্ত ১১৫৯ জন, মৃত্যু ২৪

নিজস্ব প্রতিবেদক


জুন ০৩, ২০২০
১১:০৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২০
১১:০৭ অপরাহ্ন



সিলেটে করোনা আক্রান্ত ১১৫৯ জন, মৃত্যু ২৪

সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বুধবার (৩ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ১শ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে ২৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪২।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে বুধবার সকাল পর্যন্ত ১ হাজার ১৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৬২৬ জন, সুনামগঞ্জে ২১৩ জন, হবিগঞ্জে ১৯২ জন ও মৌলভীবাজারে ১২৮ জন। 

সিলেট বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে ১৪২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪৯ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৬২জন, হবিগঞ্জের হাসপাতালে ২৯ জন ও মৌলভীবাজারে ২ জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ২৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে একজন মৌলভীবাজারে চার জন ও সুনামগঞ্জে একজন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, গতকাল মঙ্গলবার  সিলেট ও সুনামগঞ্জে আরও ৬৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এনসি/বিএ-১১