নিজস্ব প্রতিবেদক
জুন ০৩, ২০২০
১২:৩৮ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২০
০১:৫৪ অপরাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠায় হাসপাতাল থেকে আজ বুধবার (৩ জুন) তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
ডা. সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এখন সম্পূর্ণ সুস্থ। পরপর দুইবার তাঁর ‘টেস্ট রেজাল্ট’ নেগেটিভ আসায় আমরা তাকে সৃস্থ ঘোষনা করছি। আজ তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হবে।
এর আগে গত ২৪ মে তাঁর করোনা শনাক্ত হয়। প্রথম দিকে তাঁর শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছিলো। পরে গত ২৮ মে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে ভর্তি করা হয়।
বিএ-১৩