কাউন্সিলর আজাদসহ সুস্থ হলেন ৪ জন

নিজস্ব প্রতিবেদক


জুন ০৩, ২০২০
০১:০৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২০
০৩:৪৫ অপরাহ্ন



কাউন্সিলর আজাদসহ সুস্থ হলেন ৪ জন

ছবি ফেসবুক থেকে নেওয়া।

সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ আরও ৪ জন করোনাকে জয় করেছেন। আজ বুধবার (৩ জুন) বেলা ৩ টায় নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুছুর রহমান।

এ সময় তিনি বলেন, মানুষের আশাহত হওয়ার কিছু নেই, মনোবল হারানোর কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান।

এর আগে ডা. সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এখন সম্পূর্ণ সুস্থ। পরপর দুইবার তাঁর ‘টেস্ট রেজাল্ট’ নেগেটিভ আসায় আমরা তাকে সুস্থ ঘোষনা করছি। আজ তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হবে।

এসময় কাউন্সিলর আজাদ বলেন, আমি সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ, তারা সকলেই আমার জন্য দোয়া করেছেন। আমি আবারও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করব। 

এসময় তিনি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।   

গত ২৪ মে তাঁর করোনা শনাক্ত হয়। প্রথম দিকে তাঁর শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছিলো। পরে গত ২৮ মে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে ভর্তি করা হয়। 

বিএ- ১৫