নিজস্ব প্রতিবেদক
জুন ০৩, ২০২০
০২:০২ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২০
০২:০২ অপরাহ্ন
করোনা আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ভেন্টিলেটরের সুবিধা দিতে হয়। সিলেট করোনা আইসোলেশন সেন্টারে আজ বুধবার (৩ জুন) আরও তিনটি ভেন্টিলেটর এসেছে।
জানা যায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রথমে দুইটি ভেন্টিলেটরের ব্যবস্থা ছিল। পরবর্তীতে ঢাকা থেকে আরও নয়টি ভেন্টিলেটর আনা হয় এবং আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও ৩টি ভেন্টিলেটর আনা হলো।
নতুন তিনটি ভেন্টিলেটর আসার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, আজ বুধবার শামসুদ্দিন হাসপাতালে আরও তিনটি ভেন্টিলেটর এসেছে। এসব ভেন্টিলেটর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনা হয়েছে।
এনএইচ/বিএ-১৬