কদমতলীতে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক


জুন ০৩, ২০২০
০২:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২০
০২:১৩ অপরাহ্ন



কদমতলীতে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলী বাস টার্মিনালে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমা থানার এক এস.আই বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীরা অজ্ঞাত। তাদের সংখ্যা ৪-৫ হাজারও হতে পারে। এখন পর্যন্ত কোনও আসামী গ্রেপ্তার করা হয়নি। তবে আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

এর আগে গতকাল মঙ্গলবার সিলেটে দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের মধ্য ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন শ্রমিক। ভাঙচুর করা হয় গাড়ি। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের অনুসারী ও সাধারণ শ্রমিকদের মধ্যে এ ঘটনা ঘটে।

এনসি/বিএ-১৭