সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫
০৮:৪৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২৫
০৮:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট বিভাগের নেটওয়ার্ক সদস্য ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
সোমবার (২০ অক্টোবর) বেলার প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম স্বাক্ষরিত এক শোক বার্তায় বেলার পক্ষ থেকে বলা হয়েছে, ‘জনাব ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে পরিবেশ রক্ষার আন্দোলনে বেলা প্রকৃত অর্থেই একজন শুভাকাঙ্খিকে হারিয়েছে। আমরা প্রয়াত ফারুক মাহমুদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করছি। তাঁর মৃত্যুতে বেলার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
ফারুক মাহমুদ চৌধুরী গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট চ্যাপ্টারের সভাপতির দায়িত্বে ছিলেন ফারুক মাহমুদ চৌধুরী। টিআইবির নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতির দায়িত্বে দুবার ছিলেন। দুটো সংগঠনের প্রতিষ্ঠাকালীন একজন সংগঠন। সজ্জন শুধু নন, সদা সজ্জন। সাদাসিধে জীবনে অভ্যস্ত ছিলেন এই মানবিক সংগঠক।
এএফ/০২