সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫
০৪:৪৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২১, ২০২৫
০৪:৪৪ অপরাহ্ন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় সিলেটেও উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা জেলা প্রশাসন চত্ত্বর থেকে র্যালী বের হয়। এটি সিটি পয়েন্ট চত্ত্বর ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজাদুর রহমান ও জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক আব্দুর রফিক। জেলা প্রশাসনের সার্বিক সহযোতিায় জেলা পরিসংখ্যান অফিস এসব কর্মসূচির আয়োজন করে।
সভায় বক্তারা মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব, পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিসংখ্যানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সঠিক ও মানসম্মত পরিসংখ্যান সরকারের নীতি নির্ধারণ, বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি।
দিবসটির উপর একটি চমৎকার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক কামাল উদ্দিন। তিনি জেলার জনমিতিক চিত্র, সামাজিক ও অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য ও পুষ্টি, কৃষি, দারিদ্র্য, শ্রমশক্তি, বৈদেশিক কর্মসংস্থান, পরিবেশ, বিদ্যুৎ এবং আইসিটি ব্যবহারের সর্বশেষ তথ্য তুলে ধরেন। প্রেজেন্টেশন এর পর দিবসটির উপর একটি ভিডিওচিত্র উপস্থাপিত হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান একটি দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তথ্য সংগ্রহে সবাইকে সহযোগিতা করতে হবে এবং মানসম্মত পরিসংখ্যান গঠনে সচেতনতা বাড়াতে হবে।
পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকার, ইফতেখার রাব্বি চৌধুরী ও সুরঞ্জিত কর সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয়, জেলা উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এএফ/০১