দোয়ারাবাজারে বেকারির কর্মচারী করোনা আক্রান্ত, বেকারি লকডাউন

দোয়ারাবাজার প্রতিনিধি


জুন ০৪, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন



দোয়ারাবাজারে বেকারির কর্মচারী করোনা আক্রান্ত, বেকারি লকডাউন

সুনামগঞ্জের দোয়ারাবাজারের দয়াল বেকারিতে ব্রাম্মণ বাড়িয়া থেকে আসা (১৬) বেকারি কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তাই দয়াল বেকারিকে লকডাউন করা হয়েছে। একই সঙ্গে বেকারির সকল বিস্কুট ও খাদ্য উৎপাদন বন্ধ ঘোষনা করা হয়েছে।

এসময় দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ ও  দোয়ারাবাজার থানার এসআই সুমন, দয়াল বেকারি লকডাউন ঘোষনা করে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে মাইকিং করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীও ক্রেতা সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরে মালামাল বিক্রি করতে হবে। 

এ পর্যন্ত দোয়ারাবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন, হাসপাতালে আইশোলেশনে রয়েছেন ৮ জন, সুস্থ্য হয়েছেন ৫ জন। হোম আইশোলেশনে ৪ জন আছেন।

দোয়ারাবাজার হাসপাতালের স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন বলেন, লকডাউন খোলার কারণে বিভিন্ন স্থান থেকে লোকজন আসায় সুনামগঞ্জ জেলাসহ দোয়ারাবাজারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, এখন উপসর্গ  ছাড়াও অনেক রোগী পাওয়া যাচ্ছে। তাই আগামীকাল থেকে হাসপাতালে কালেকশন বুথ তৈরী করে নমুনা সংগ্রহের ব্যাবস্থা নিব। 

এসময় তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সবাইকে মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানান তিনি।

এইচএইচ/বিএ-১৯