তামাবিল স্থলবন্দর হয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

গোয়াইনঘাট প্রতিনিধি


জুন ০৪, ২০২০
০৪:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
০৪:৫৯ পূর্বাহ্ন



তামাবিল স্থলবন্দর হয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলমান লকডাউনে ভারতের গৌহাটিতে আটকে পড়া দুই বাংলাদেশি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন হয়ে দেশে ফিরেছেন। আজ বুধবার (৩ জুন) বিকেলে তামাবিল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন তারা।

দেশে ফেরা ওই দুই বাংলাদেশি হলেন- মো. আফসর আলী ও মো. কাজল মিয়া। তারা দু'জনই ভ্রমণ ভিসায় ভারতে গিয়ে করোনার প্রাদুর্ভাবের কারণে আটকা পড়েছিলেন।

তামাবিল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইমিগ্রেশন সুবিধা বন্ধ থাকায় ভ্রমণ ভিসায় ভারতে গিয়ে ওই দুই বাংলাদেশি ভারতের গৌহাটিতে আটকা পড়েন। দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে ওই দুই নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। এর আগে ওই দুই নাগরিক বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে আসার জন্য আবেদন করেছিলেন।

এ সময় বিজিবি, ইমিগ্রেশন ও কাস্টমসের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তামাবিল স্থলবন্দরে নিয়োজিত মেডিকেল টিমের দায়িত্বে থাকা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, ভারত থেকে দেশে ফেরা দুই বাংলাদেশি নাগরিক তামাবিল ইমিগ্রেশন হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি। তারা দু'জনেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। এর পরও তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই সৈয়দ মওদুদ আহমেদ রুমি বলেন, স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম প্রায় দুইমাস ধরে বন্ধ রয়েছে। যে কারণে বিভিন্ন সময়ে ব্যবসা, ভ্রমণ ও স্টুডেন্ট ভিসায় ভারতে গিয়ে বাংলাদেশের কিছু নাগরিক আটকা পড়েছিলেন। তারা দূতাবাসের মাধ্যমে সরকারের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে পর্যায়ক্রমে দেশে ফিরছেন। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) দুই বাংলাদেশি তামাবিল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন। দেশে ফেরত আসা বাংলাদেশিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

 

এমএম/আরআর-০৩