বিয়ানীবাজারে করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি


জুন ০৪, ২০২০
০৭:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
০৭:৪১ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

মুক্তিযোদ্ধা আব্দুল করিম

সিলেটের বিয়ানীবাজারে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল করিম। আজ বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট নগরের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল করিমের মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে জটিলতা। মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল বলে জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ।

অপরদিকে স্বজনদের দাবি, ওই মুক্তিযোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ বুধবার রাত সাড়ে ৯টায় বাঙ্গালহুদা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

 

এসএ/আরআর-১০