সিলেটে চিকিৎসক, পুলিশসহ ৫৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ০৩, ২০২০
০৮:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২০
১১:০৮ অপরাহ্ন



সিলেটে চিকিৎসক, পুলিশসহ ৫৫ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় আজ বুধবার (৩ জুন) ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালের ল্যাবে আজ ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।’

জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ও মহানগরে ৩৯ জন, বিয়ানীবাজার ৫ জন, গোলাপগঞ্জ ৭ জন, জৈন্তাপুর একজন, গোয়াইনঘাট একজন, বিশ্বনাথ একজন এবং চুনারুঘাটে একজন। চুনারুঘাটের এ ব্যক্তি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮১ জনে দাঁড়ালো। 

এনসি/এনপি-০৯