সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর মায়ের মৃত্যু, মেয়রের শোক

সিলেট মিরর ডেস্ক


জুন ০৩, ২০২০
০৮:৩১ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২০
০৮:৩১ অপরাহ্ন



সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর মায়ের মৃত্যু, মেয়রের শোক

দৈনিক সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু ও সুপ্রিম কোর্টের আইনজীবী হুসেইন আহমদ শিপনের মা আফতাবুন্নেছা খানম (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬ টায় জেল রোড অনাবিল ১৭৮ নম্বর নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ নাতী-নাতনী আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ যোহর দরগাহ জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও মরহুমার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন ফয়সল আহমদ বাবলু।

এদিকে সাংবাদিক বাবলুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবাারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরসি-০৩