সিলেট মিরর ডেস্ক
জুন ০৪, ২০২০
১০:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২০
১০:১৪ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ করোনোভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি আর ল্যাবে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন ও মেয়রের বাসার নিরাপত্তা কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান এবং কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। কাউন্সিলর আজাদ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমান এবং সাবেক মেয়রের স্ত্রী বাসায় আইসোলেশনে আছেন।
এনপি-০১