সিলেটে করোনা আক্রান্ত ১২৩৬, হাসপাতালে ১৫৮ জন

নিজস্ব প্রতিবেদক


জুন ০৪, ২০২০
০৩:১০ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
০৩:১০ অপরাহ্ন



সিলেটে করোনা আক্রান্ত ১২৩৬, হাসপাতালে ১৫৮ জন

সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ২শ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগী সংখ্যা। এর মধ্যে ২৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৮।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১ হাজার ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৬৭৯ জন, সুনামগঞ্জে ২১৯ জন, হবিগঞ্জে ১৯৪ জন ও মৌলভীবাজারে ১৪৪ জন। 

সিলেট বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে ১৫৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪৮ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৭৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৯ জন ও মৌলভীবাজারে ৭ জন। 

সিলেট বিভাগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩৩৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১০৪ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ১০৫ জন ও মৌলভীবাজারে ৫১ জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ২৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ২০ জন, হবিগঞ্জে একজন মৌলভীবাজারে চার জন ও সুনামগঞ্জে একজন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, গতকাল বুধবার সিলেট বিভাগে আরও ৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একইদিন সিলেট জেলায় মারা গেছেন ২ জন।

এনসি/বিএ-২৩