নিজস্ব প্রতিবেদক
জুন ০৪, ২০২০
০৩:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২০
০৫:২৭ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুলস্থ নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। গত ১ জুন থেকে হাসপাতালটি করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে। বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা ২১ জন এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, গত মার্চ থেকে সিলেটের করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। তবে বর্তমানে রোগী বাড়ায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে বিকল্প খুঁজছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এগিয়ে আসে। তবে আর্থিক বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চুক্তি এখনও ঝুলে আছে। এ অবস্থায় ১ জুন থেকে নিজেদের ব্যবস্থাপনায় করোনা আক্রান্ত বা উপসর্গ থাকা ব্যক্তিদের চিকিৎসা দেওয়া শুরু করে হাসপাতালটি।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ‘নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার মতো সকল ব্যবস্থা আছে। সকল প্রক্রিয়া শেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সঙ্গে চুক্তি করবে।’
তিনি আরও বলেন, ‘এখন আপাতত নর্থ ইস্ট হাসপাতাল নিজেদের ব্যবস্থাপনায় করোনার চিকিৎসা শুরু করেছে।’
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নজমুল ইসলাম সিলেট মিররকে বলেন, এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের চুক্তি হয়নি। তবুও জনগণের কথা ভেবে আমরা চিকিৎসা শুরু করেছি। বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত তিনজন ও উপসর্গ নিসে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন।’
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। নজমুল ইসলাম বলেন, ‘আমরা রোগীদের কাছ থেকে স্বাভাবিক বিল আদায় করছি।’
এনসি/বিএ-২৪