গোয়াইনঘাটে আরও একজনের করোনা শনাক্ত

গোয়াইনঘাট প্রতিনিধি


জুন ০৪, ২০২০
০৪:২৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
০৪:২৯ অপরাহ্ন



গোয়াইনঘাটে আরও একজনের করোনা শনাক্ত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আরও একজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কাপাউরা গ্রামের বাসিন্দা।এ নিয়ে গোয়াইনঘাট উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।

গতকাল বুধবার (৩ জুন) রিপোর্ট পেয়ে প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের এলাকা লকডাউনের ব্যবস্থা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আক্রান্ত ওই ব্যক্তির করোনার লক্ষণ দেখে প্রাথমিকভাবে তার নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে নমুনা পরীক্ষার ফলাফলে দেখা যায়, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের নির্দেশনায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি পুরোপুরি লকডাউন করা হয়। গোয়াইনঘাট থানার পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি প্রতিনিধি দল ওই রোগীর বাড়িতে উপস্থিত হয়ে বাড়ি লকডাউন নিশ্চিত করেন। করোনা আক্রান্ত ব্যক্তি বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কাপাউরা এলাকায় এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় তার বাড়িসহ গ্রাম লকডাউন করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

এমএম/আরআর-০৪