বিশ্বনাথ প্রতিনিধি
জুন ০৪, ২০২০
০৫:০৫ অপরাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২০
০৫:০৫ অপরাহ্ন
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের বড় খুরমা গ্রামের একটি বাড়ি লকডাউন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান ওই বাড়িতে উপস্থিত হয়ে বাড়িটি লকডাউন ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, উপজেলার অলংকারি ইউনিয়নের বড় খুরমা গ্রামের একটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই বাড়ির ১০ বছরের এক শিশুর গতকাল বুধবার করোনা শনাক্ত হয়েছে। যার ফলে বাড়িটি আজ বৃহস্পতিবার লকডাউন ঘোষণা করা হয়।
এএস/আরআর-০৮