বালাগঞ্জ প্রতিনিধি
জুন ০৪, ২০২০
০৬:১০ অপরাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২০
০৬:১০ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম করোনায় আক্রান্ত উল্লেখ করে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ভুয়া সংবাদ প্রকাশ করে গুজব রটানো হয়েছে বলে জানা গেছে। প্রকাশিত সংবাদের বিষয়টি জানতে পেরে তিনি বিব্রতবোধ করছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমার সঙ্গে কোনো ধরণের যোগাযোগ না করে করোনার মতো স্পর্শকাতর একটা বিষয়ে আমার নাম জড়িয়ে ভুয়া সংবাদ প্রকাশ করা হয়েছে। সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় থেকে এ রকম খামখেয়ালীপনা আচরণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি ইউএনও স্যারকে বিষয়টি জানিয়েছি।
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুন আহমদ বলেন, একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসার বিষয়ে সাংবাদিক পরিচয়ে আমার কাছে তথ্য চওয়া হলেও আমি কারও নাম-পরিচয় বলিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ জুন) বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রিপোর্টে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর (ইউআরসি) নজরুল ইসলামের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এসএ/আরআর-১১