নিজস্ব প্রতিবেদক
জুন ০৪, ২০২০
০৭:১৮ অপরাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২০
০৭:১৮ অপরাহ্ন
সিলেট নগরের তালতলায় ছিনতাইয়ের ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট কোতোয়ালি থানা পুলিশ গতকাল বুধবার (৩ জুন) দিবাগত রাত ২টার দিকে লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পারভেজ আহমদ ভুট্টো নগরের বাদাম বাগিচা এলাকার আলাউদ্দিনের ছেলে। বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে কোতোয়ালি থানা, শাহপরাণ থানা ও এয়ারপোর্ট থানায় পাঁচটি মামলা রয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তালতলা এলাকায় ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই হয়। ছিনতাইয়ের পর পুলিশ মিরের ময়দান এলাকা থেকে অয়ন মজুমদার (২৬) ও রিয়াজুল ইসলাম (২৫) নামে দুইজনকে আটক করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. জেদান আল মুসা জানান, ছিনতাইয়ের ঘটনায় বুধবার আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এনপি-১১