কানাইঘাট প্রতিনিধি
জুন ০৪, ২০২০
০৭:২২ অপরাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২০
০৭:২২ অপরাহ্ন
প্রায় ৩০ লাখ টাকা ব্যায়ে নির্মিতব্য সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নে একতলা বিশিষ্ট নতুন নকশার কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর দর্পনগরস্থ বাড়ির পাশে তাঁর দানকৃত ভূমিতে এ কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির।
দিঘীরপার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজলের সার্বিক তত্ত্বাবধানে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুকান্ত, সমাজসেবী কামাল উদ্দিন চৌধুরী, সামস উদ্দিন চৌধুরী, আব্দুস সালাম, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, শিক্ষক আবুল হাসনাত, সাংবাদিক শাহীন আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল বলেন, প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে কমিউনিটি ক্লিনিক। সেই আলোকে দেশের প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবাসহ গ্রামীণ এলাকার মানুষের জন্য সব ধরণের স্বাস্থ্যসেবার পরামর্শ ও জীবনরক্ষাকারী ওষুধ বিতরণ করা হয়ে থাকে।
প্রসঙ্গত, দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত এ কমিউনিটি ক্লিনিকসহ আরও ২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
এমআর/আরআর-১৬