নিজস্ব প্রতিবেদক
জুন ০৪, ২০২০
০৯:২০ অপরাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২০
০৯:২২ অপরাহ্ন
সিলেট নগরের মেন্দিবাগ এলাকা থেকে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. জেদান আল মুসা জানান, আজ বৃহস্পতিবার বিকেলে জালালাবাদ গ্যাস ভবনের সামন থেকে ২৩টি ইয়াবা ট্যাবলেটসহ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের শাহাদাত মিয়ার ছেলে সুমন মিয়াকে (৩০) আটক করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
এনপি-১৬