সিলেটে একদিনে ৯১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ০৪, ২০২০
১১:২২ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
১১:৩১ অপরাহ্ন



সিলেটে একদিনে ৯১ জনের করোনা শনাক্ত

সিলেটে ক্রমশই বাড়ছে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনার প্রকোপ। এ জেলায় বৃহস্পতিবার (০৪ জুন) একদিনের হিসেবে সর্বোচ্চ সংখ্যক ৬০ জন রোগী শনাক্ত হয়েছেন। একই দিনে সুনামগঞ্জ জেলায় শনাক্ত হয়েছেন আরও ৩১ জন করোনা আক্রান্ত রোগী।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে সিলেট জেলার ৬০ জনের করোনা পজিটিভ আসে। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার ৩১ জনের করোনা শনাক্ত হয়। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেটে ৬০ জন শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট মিররকে বলেন, ‘হাসপাতালের ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বেশি।’

হাসপাতাল সূত্রে জানা জানায়, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩৮ জন, জৈন্তাপুর ১৪ জন, জকিগঞ্জে ২ জন, কোম্পানীগঞ্জে ২ জন, বালাগঞ্জ ১ জন, কানাইঘাট ১ জন। এছাড়াও সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছাতকের ১ জন এবং হবিগঞ্জের সদর উপজেলার ১ জন শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ব্যাংকার, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও রয়েছেন।

এদিকে সুনামগঞ্জে ৩১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়। 

তিনি সিলেট মিররকে বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সুনামগঞ্জের শনাক্ত হওয়া ৩১ জনের মধ্যে কে কোন এলাকার সে বিষয়ে এখনও জানা যায়নি।

বিএ-০২