নর্থ ইস্টে করোনা আক্রান্ত এক মুক্তিযোদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুন ০৫, ২০২০
১০:১০ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
১০:১০ পূর্বাহ্ন



নর্থ ইস্টে করোনা আক্রান্ত এক মুক্তিযোদ্ধার মৃত্যু

সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত হয়ে সুনামগঞ্জের ছাতকের এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। আজ শুক্রবার (৫ জুন) ভোরে তিনি মারা যান। মৃতের নাম পিয়ারা মিয়া। তিনি ছাতকের বাগবাড়ি এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

তিনি সিলেট মিররকে বলেন, আজ ভোর পাঁচটার দিকে ছাতকের এক মুক্তিযোদ্ধা করোনা আক্রান্ত হয়ে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য বিধি একটু মেনেই একটু আগে তার দাফন কার্য সম্পন্ন হয়েছে।

এনএইচ/বিএ-০৪