দুইমাস বন্ধ থাকার পর ৮ জুন থেকে সচল হচ্ছে তামাবিল কাষ্টমস

গোয়াইনঘাট প্রতিনিধি


জুন ০৫, ২০২০
০২:৩৪ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
০২:৩৫ অপরাহ্ন



দুইমাস বন্ধ থাকার পর ৮ জুন থেকে সচল হচ্ছে তামাবিল কাষ্টমস
তামাবিল স্থলবন্দরে কাষ্টমস কর্মকর্তার সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের কাষ্টমস এর সহকারি কমিশনার মো. শরীফ আলামিনের সঙ্গে বৈঠক করেছেন তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ। বৈঠকে জানানো হয়, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রায় দুইমাস বন্ধ থাকার পর আগামী ৮ জুন সোমবার থেকে তামাবিল কাষ্টমস পূণরায় সচল হওয়ার কথা রয়েছে। 

আজ শুক্রবার (৫ জুন) দুপুরে কাষ্টমস অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে স্থলবন্দর চালু হওয়ার পর ব্যবসায়ীদের সার্বক্ষণিক স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান মো. শরীফ আলামিন।

এসময় তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এমএম/বিএ-১৫