গোয়াইনঘাট প্রতিনিধি
জুন ০৫, ২০২০
০২:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২০
০২:৩৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের কাষ্টমস এর সহকারি কমিশনার মো. শরীফ আলামিনের সঙ্গে বৈঠক করেছেন তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ। বৈঠকে জানানো হয়, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রায় দুইমাস বন্ধ থাকার পর আগামী ৮ জুন সোমবার থেকে তামাবিল কাষ্টমস পূণরায় সচল হওয়ার কথা রয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) দুপুরে কাষ্টমস অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থলবন্দর চালু হওয়ার পর ব্যবসায়ীদের সার্বক্ষণিক স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান মো. শরীফ আলামিন।
এসময় তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এমএম/বিএ-১৫