অসহায়দের সাহায্যে শাবির 'কিন'র অনলাইন গেইম

শাবি প্রতিনিধি


জুন ০৫, ২০২০
০৪:০৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
০৪:০৭ অপরাহ্ন



অসহায়দের সাহায্যে শাবির 'কিন'র অনলাইন গেইম

করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'KIN' অনলাইন গেইম টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। যার মাধ্যমে সবাই গেইম খেলার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্যও করতে পারবেন।

আজ শুক্রবার (৫ জুন) সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান মো. শিহাব ইসলাম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামারী করোনাভাইরাসের কারণে 'লকডাউন' অনেকদিন ধরে চলছে। সীমিত আকারে অনেক প্রতিষ্ঠান খুলে দিলেও বিভিন্ন পেশার শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষজন এখনও কাজ করার সুযোগ পাচ্ছেন না। অনেক পরিবারেই দেখা দিয়েছে খাদ্যাভাব। যার ফলে তাদের জীবনে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্যদিকে বর্তমান এই প্রযুক্তির যুগে অনলাইন গেইম শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। তাদের মধ্যে অনেকেই লকডাউনের জন্য সময় কাটাতে গেমিং জগতে ঝুঁকে পড়েছেন। আর বর্তমানে অনলাইন জগতে ব্যাটল রয়েল গেইম হিসেবে 'PUBG' অত্যন্ত জনপ্রিয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 'KIN ACTION AGAINST HUNGER 2.0' প্রোগ্রামের আওতায় 'KIN' আয়োজন করতে যাচ্ছে 'KIN PUBG Mobile Tournament: Play To Feed A Life'। মোবাইলের পাশাপাশি এমুলেটর ব্যবহার করেও খেলার সুযোগ থাকছে এবং উভয় ক্ষেত্রেই আকর্ষনীয় প্রাইজমানি জয়ের সুযোগও রয়েছে। এই প্রোগ্রামের প্রাইজমানি ব্যতীত পুরো অর্থই যাবে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যার্থে। কেউ চাইলে অতিরিক্ত অর্থ প্রদান করেও ডোনেশনে সহায়তা করতে পারবেন। এ প্রোগ্রামের স্ট্রিমিং পার্টনার হিসেবে থাকছে SKULL BREAKER GAMING। তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে উক্ত প্রোগ্রামের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

এদিকে এ প্রোগ্রামে অংশ নিতে আগামী ৬ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া টুর্নামেন্টের ইভেন্ট সম্পর্কে https://facebook.com/events/s/kin-pubg-mobile-tournament-pla/178083206961576/? এই লিংকে ভিজিট করে জানা যাবে।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে KIN সবসময় চেষ্টা করে আসছে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে। বর্তমানে এই করোনাকালীন সময়ে এখন পর্যন্ত মোট ৩০৫টি পরিবারের পাশে দাড়িয়েছে KIN।

তাছাড়া 'ACTION AGAINST HUNGER 2.0' প্রোগ্রামের আওতায় করোনা শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন অন্তত দু'টি পরিবারকে সাহায্য করবে 'KIN'.

'KIN' সবাইকে আহ্বান জানাচ্ছে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে অসহায় পরিবারের মাঝে হাসি ফোটানোর জন্য।

 

এনএইচ/আরআর-০১