গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ০৯, ২০২০
০৬:৩৩ অপরাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২০
০৬:৩৩ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে মুখে মাস্ক না পরায় ও গাড়িতে যাত্রী বেশি নেওয়াসহ সামাজিক দূরত্ব মেনে না চলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় গোলাপগঞ্জ সদরের চৌমুহনী ও হেতিমগঞ্জ এলাকায় দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় গণপরিবহনে সরকারি আদেশ অমান্য করে শতকরা ২৫ ভাগ সিট ফাঁকা না রাখা ও মাস্ক না পরার দায়ে ২৫টি মামলায় ৬ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে গোলাপগঞ্জ মডেল থানার এসআই কাশেমসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এফএম/আরআর-০৭