শামসুদ্দিনকে ১০০ ডেডবডি ব্যাগ দিয়েছে বিডিআরসিএস

সিলেট মিরর ডেস্ক


জুন ০৯, ২০২০
০৮:২৪ অপরাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২০
০৮:২৬ অপরাহ্ন



শামসুদ্দিনকে ১০০ ডেডবডি ব্যাগ দিয়েছে বিডিআরসিএস

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মরদেহ বহনের জন্য ১০০ পিস ডেড বডি ব্যাগ হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) সিলেট ইউনিট।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের অধীক্ষক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানের কাছে ডেডবডি ব্যাগ হস্তান্তর করেন সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, রেড ক্রিসেণ্ট সিলেট ইউনিটের কার্যকারী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, মো. সাইফুর রহমান খোকন, মো. সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন, মো: মস্তাক আহমদ পলাশ, মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক ডা: সুধাময় মজুমদার, যুব রেড ক্রিসেণ্টের সাবেক যুব প্রধান নাজিম খান ও যুব প্রধান শাহনুর চৌধুরী সাথী।

আরসি-১২