সিলেটে চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ ৫০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ০৯, ২০২০
০৮:৩৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২০
০৯:০৫ অপরাহ্ন



সিলেটে চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ ৫০ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় আজ মঙ্গলবার (৯ জুন) ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাসপাতালের ল্যাবে আজ মঙ্গলবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার অধিবাসী বেশি।’

জানা গেছে, শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসক, পুলিশ ও বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এরমধ্যে সিলেট সদর উপজেলার ৪৭ জন, দক্ষিণ সুরমা উপজেলার একজন এবং জৈন্তাপুরের একজন। 

এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একজনের রিপোর্ট পজিটিভ আসে।

এনসি/এনপি-০৮