নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২০
০১:১১ পূর্বাহ্ন
আপডেট : জুন ১০, ২০২০
১০:০৭ পূর্বাহ্ন
সিলেট বিভাগে একদিনে ১০৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সিলেটের দুইটি ও ঢাকার একটি ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সিলেট জেলার ৫০ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে সুনামগঞ্জ জেলার ২২ জন ও ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে সিলেট বিভাগের ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, ‘হাসপাতালের ল্যাবে আজ মঙ্গলবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এরমধ্যে চারজন চিকিৎসক-পুলিশ ও বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৪৭ জন, দক্ষিণ সুরমা উপজেলার একজন এবং জৈন্তাপুরের একজন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় সিলেট মিররকে জানান, আজ বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে সিলেট বিভাগের ১৫৪ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তরা সিলেট বিভাগের হলেও কোন জেলার বাসিন্দা তা নিশ্চিত হওয়া যায়নি।
এনসি/বিএ-০২