কামরানের মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক

সিলেট মিরর ডেস্ক


জুন ১৬, ২০২০
০১:৪৯ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২০
০১:৪৯ অপরাহ্ন



কামরানের মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব  সিলেটের এই ত্যাগী নেতার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো তা কখনো পূরণ হবার নয়। সিলেটের এই কৃতি সন্তানের আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন তার স্মৃতি আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে আজীবন। 

বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য ও মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা এবং  জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল ও মহানগর শাখার সাধারণ সম্পাদক  প্রদীপ কুমার দেব।

বিএ-১২