গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ১৬, ২০২০
০২:৪৫ অপরাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২০
০২:৪৫ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের মিশ্র পাড়ায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণলঙ্কারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
গতকাল সোমবার (১৫ জুন) দিবাগত রাত ২টায় বাজারের বারনী পুকুর পাড় সংলগ্ন ব্যবসায়ী পাপ্পু দেবের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকাদক্ষিণ বাজারের পাচু মিষ্টি ঘরের স্বত্ত্বাধিকারী পাচু গোপাল দেবের বারনী পুকুর পাড় সংলগ্ন বাড়িতে রাত ২টার দিকে ৬/৭ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ঘরের সামনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহকর্তা পাচু দেবকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। তাকে সহায়তা করতে ছেলে পাপ্পু দেব এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। বাড়ির অন্য সদস্যদেরও অস্ত্রের মুখে বেঁধে সবাইকে বাথরুমে আটকে রাখে ডাকাতরা। পরে ঘরের আলমারী ও ওয়ার্ড্রোব ভেঙ্গে নগদ ১ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণ, ২টি মোবাইল সেটসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে ডাকাতির সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশিস কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এফএম/আরআর-০৫