করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিনে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুন ১৭, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
০৪:২৮ পূর্বাহ্ন



করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিনে একজনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক জন্মেজয় দত্ত। তিনি সিলেট মিররকে বলেন, ‘আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল তিনটার দিকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তিনি গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।'

ওই রোগী আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।’

এনএইচ/এনপি-০১