ওসমানীনগর প্রতিনিধি
জুন ১৬, ২০২০
০৪:৪৬ অপরাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২০
০৪:৪৬ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) দিবাগত গভীর রাতে ঢাকার পিসিআর ল্যাব থেকে তাদের রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রদান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী।
তিনি জানান, নতুন করে আক্রান্তরা হলেন- উপজেলার তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-কমিউনিটি মেডিকেল অফিসার (৪৫), একই স্বাস্থ্য কেন্দ্রের এমএলএসএস ও উপজেলার বুরুঙ্গা ইউপির কামারগাও গ্রামের বাসিন্দা (৩৫), তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামের এক নারী (৬৫) ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক গোয়ালাবাজর শাখার এক কর্মকর্তা (৩৫)। তারা গত ৬ জুন তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নমুনা প্রদান করেন।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তা ছাড়া অন্য তিন রোগী ওসমানীনগরের বাসিন্দা হওয়ায় তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। ব্যাংক কর্মকর্তা সিলেট শহরে বসবাস করায় তাকে সেখানে নিজ বাসায় আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জাজা গেছে, ওসমানীনগরে এ পর্যন্ত ২৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২১৯ জনের নমুনার রিপোর্টে ২৯ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২ জন, সুস্থ হয়েছেন ১৬ জন এবং আইসোলেশনে রয়েছেন ১১ জন। ৩৫টি নমুনার রিপোর্ট এখনও আসেনি।
ইউডি/আরআর-১২