সমাজসেবক হাফিজ মজিরের মৃত্যুতে ফয়সল চৌধুরীর শোক

সিলেট মিরর ডেস্ক


জুন ১৬, ২০২০
০৬:০৫ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২০
০৬:০৮ অপরাহ্ন



সমাজসেবক হাফিজ মজিরের মৃত্যুতে ফয়সল চৌধুরীর শোক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাটের সমাজসেবী আলহাজ্ব মজির উদ্দিনের মৃ্ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। 

আজ মঙ্গলবার (১৬) এক শোকবার্তায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, ‘মজির উদ্দিন ছিলেন সমাজসেবায় নিবেদিত আদর্শ এক ব্যক্তিত্ব। তিনি এলাকার উন্নয়নেও অত্যন্ত আন্তরিক ছিলেন। তার মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলার অপূরণীয় ক্ষতি হয়েছে।’

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এএফ/০২