সিলেট ও সুনামগঞ্জে আরও ১০১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ১৬, ২০২০
১০:৩৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২০
০৯:১১ অপরাহ্ন



সিলেট ও সুনামগঞ্জে আরও ১০১ জনের করোনা শনাক্ত

সিলেট ও সুনামগঞ্জ জেলায় একদিনে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৪৩ জন এবং সুনামগঞ্জ জেলায় ৫৮ জন রয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে বিশ্বনাথ ও সিলেট নগরের অধিবাসী বেশি। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৩৮ জনে দাঁড়ালো।

এদিকে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬৯৯ জনে দাঁড়াল।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৭১৩ জনের। এরমধ্যে সিলেটের ১ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ২৬১ জন ও মৌলভীবাজারে ২১৫ জন রয়েছেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ৪ জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন এবং বাকি তিন জেলায় ৪ জন করে ১২ জন মারা গেছেন।

বিএ-০১