নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২০
১০:৩৬ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
১০:৩৬ অপরাহ্ন
সিলেটে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকা থেকে এই ২৬ জনের রিপোর্ট আসে।
আজ বুধবার (১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান।
তিনি সিলেট মিররকে বলেন, ' ঢাকার ল্যাবে সিলেট জেলার আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে ঢাকা থেকে এই রিপোর্ট আমাদের কাছে পাঠানো হয়েছে। ঢাকার রিপোর্ট নিয়ে সিলেটে গত ২৪ ঘন্টায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। '
এনিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৬৪ জনে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন এবং ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২১০ জন।
এনএইচ/আরসি-০৬