সিলেটে করোনায় আক্রান্ত ২৭৫৩, মৃত্যু ৫৫

নিজস্ব প্রতিবেদক


জুন ১৭, ২০২০
১০:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
১০:৪৮ পূর্বাহ্ন



সিলেটে করোনায় আক্রান্ত ২৭৫৩, মৃত্যু ৫৫

সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে আরও ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

শনাক্ত হওয়াদের মধ্যে শুধু সিলেট জেলায় আক্রান্ত ১৫ শ ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৫৩ । এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩৮ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৫৭৭ জন।

আজ বুধবার (১৭ জুন) বিভগীয় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে  সকাল পর্যন্ত ২৭৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫৬৪ জন, সুনামগঞ্জে ৬৯৯ জন, হবিগঞ্জে ২৬১ জন ও মৌলভীবাজারে ২২৯ জন। 

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৩৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৫৯ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১০৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬৬ জন ও মৌলভীবাজারে ৬ জন। 

সিলেট বিভাগে আজ বুধবার সকাল পর্যন্ত ৫৭৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২১০ জন, সুনামগঞ্জে ১৩৩ জন, হবিগঞ্জে ১৫৮ জন ও মৌলভীবাজারে ৭৬ জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৩ জন, মৌলভীবাজারে চার জন সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন । 

এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ' গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেটের একজনের মৃত্যু হয়েছে।'

 

এনএইচ/আরসি-০৭