বিয়ানীবাজার প্রতিনিধি
জুন ১৭, ২০২০
০২:১৪ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
০২:১৪ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) ঢাকার পিসিআর ল্যাব থেকে আসা ৫ জন করোনা পজেটিভ রোগীর একজন তিনি।
ওই কর্মচারীর নাম আফজাল হোসেন। তার বাড়ি পৌরসভার ফতেহপুর এলাকায়। নমুনা দেওয়ার পর তিনি হোম কোয়ারেন্টিন মেনে চলেননি বলে জানা গেছে।
আফজালের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু ইসহাক আজাদ বলেন, বুধবার ঢাকা থেকে করোনায় আক্রান্ত যে ৫ জনের নাম এসেছে, তাদের মধ্যে ৪ জনই পৌরসভার বাসিন্দা।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে কাজ করা আফজাল হোসেনেরও করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত এ পাঁচজনের নমুনা নেওয়া হয়েছিল গত ৫ জুন ও ৬ জুন। নমুনা ঢাকায় চলে যাওয়ার কারণে ১১/১২ দিন পর ফলাফলের প্রতিবেদন আমরা আজ (বুধবার) পেয়েছি।
এদিকে আফজালের করোনা শনাক্ত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব ও এক শিশুসহ তাঁর বাসা থেকে ৪ জনের এবং অফিসের সকল স্টাফদের নমুনা নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম। আক্রান্ত আফজাল হোসেন নমুনা দেওয়ার পরও পৌরশহরে ঘুরে বেরিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই সময়ে তিনি নিয়মিত অফিসও করেছেন। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীর নমুনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আক্রান্তের বাসস্থান লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসাদের নমুনা নেওয়া হবে।
এসএ/আরআর-০২