জকিগঞ্জ প্রতিনিধি
জুন ১৭, ২০২০
০৩:৪৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
০৩:৫০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ'র আত্মার মাগফিরাত কামনা করে সিলেতের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) জোহরের নামাজের পর বাবুর বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা আব্দুল আহাদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের নেতা নোমানুর রশিদ, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল আহাদ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, বণিক সমিতির সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক অলিউর রহমান, ইউপি আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, সরফ উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদল মিয়া, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চুনু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহিম, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাসান আহমদ, ব্যবসায়ী খোকন আহমদ, জাহেদ আহমদ, উপজেলা যুবলীগ নেতা শামিম আহমদ, কাওসার আহমদ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সাহেদ প্রমুখ।
ওএফ/আরআর-০৭