কামরানের আত্মার মাগফেরাত কামনায় বিশ্বনাথে দোয়া

বিশ্বনাথ প্রতিনিধি


জুন ১৭, ২০২০
০৪:১৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
০৪:১৪ অপরাহ্ন



কামরানের আত্মার মাগফেরাত কামনায় বিশ্বনাথে দোয়া

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগ ঘোষিত তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার (১৭ জুন) বাদ জোহর উপজেলা সদরের বায়তুল আমান জামে মসজিদে এ মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদে ইমাম। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খাঁন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নুরুল হক, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য ফজলু মিয়া, সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনোহর হোসেন মুন্না, ব্যবসায়ী উলফত মিয়া, রাকিব আলী প্রমুখ।

 

এমএ/আরআর-০৯