কামরানের মাগফিরাত কামনায় মহানগর আ.লীগের দোয়া

সিলেট মিরর ডেস্ক


জুন ১৭, ২০২০
০৫:০৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
০৫:০৮ অপরাহ্ন



কামরানের মাগফিরাত কামনায় মহানগর আ.লীগের দোয়া

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনায় সিলেটে মহানগর আওয়ামী লীগের উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন।

আজ বুধবার (১৭ জুন) বাদ আসর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের রায়নগর এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, এটিএম জেবুল, আব্দুর রহমান জামিল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মো. জাহিদ খান জাহেদ, মো. হুরায়রা ইফতার হোসেন, অ্যাডভোকেট জুনেল আহমদ, মাকসুদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদীসহ নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে সাবেক মেয়র কামরান ছাড়াও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। সেইসঙ্গে করোনায় আক্রান্তদের আরোগ্য কামনা করা হয়।

দোয়া পরিচালানা করেন হাফিজ মাওলানা আবিদ হাসান রাহমানী।

এছাড়াও সিলেট মহানগরের ১৬০টিরও বেশি মসজিদে মিলাদ ও দোয়া এবং ২৫ টিরও অধিক মন্দির, আখড়ায় বিশেষ প্রার্থনা করা হয়।

আরসি-১১